ঈদ উপহার

আমরা অনেকেই আলহামদুলিল্লাহ্ ভালোভাবে ঈদ উদযাপন করবো - আমরা অনেকেই কিছুটা অবস্থাসম্পন্ন— যারা তেমন অভাব অনুভব করছিনা। এক মাস সিয়াম সাধনার পর সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে হচ্ছে আনন্দ। আমাদের সমাজে অনেক অসহায় গরিব মানুষ আছেন। যারা হয়তো ঈদের দিনে সামান‍্য খাদ‍্য সামগ্রীও যোগাতে পারবেনা নিজেদের জন্য। কিন্তু অসহায় দুস্হ মানুষের জন্য ঈদের আনন্দ চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন। 

এরূপ মানুষদের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য আল-ইসলাহ্ ইসলামী সংগঠন প্রতি বছর ‘ঈদ উপহার বিতরণ ও দাওয়াহ কার্যক্রম’ পরিচালনা করে ইন-শা-আল্লাহ।

✅ মাত্র ৬০০ টাকা দান করে এক প‍্যাকেট বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও এ খাতে যেকোনো পরিমাণ টাকা দান করতে পারেন।



🏩 প্রধান কার্যালয় (অফিস) :
হযরত শাহজালাল বাজার মসজিদ মার্কেট,
হযরত শাহজালাল বাজার, গাজিরচর, বাজিতপুর-২৩৩৬, কিশোরগঞ্জ।

✅ এ বছর সরাসরি উপকরণ কিনে দিয়েও এই মহতি উদ্যোগে শামিল হতে পারবেন। সেক্ষেত্রে উপকরণ সংগঠনের অফিসে পৌঁছে দিতে হবে।

অস্থায়ী কার্যালয়:
শান্তির নীড় (H.N. 213) সাদিরচর, গাজিরচর, বাজিতপুর-২৩৩৬, কিশোরগঞ্জ।

📅 অংশগ্রহণের শেষ তারিখ: পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত।
☎ যোগাযোগ: +8801739258068 (সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা)